ইনভেনশান শিক্ষা পরিবার https://www.facebook.com/groups/513732642316974কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহীদী মসজিদের পূর্ব পাশে অবস্থিত। ইনভেনশান শিক্ষা পরিবার কিশোরগঞ্জ শহরে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে। ইনভেনশান শিক্ষা পরিবার ২০০৮ সালে কিশোরগঞ্জ শহরের তাদের যাত্রা শুরু করে।
Month: April 2022
নিম গাছ সম্পকিত তথ্য
নিম যার বৈজ্ঞানিক নাম Azadirachta indica) একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই মানুষের দৈনন্দিন জীবনে বহুবিধ কাজে ব্যবহার হয়ে থাকে। নিম একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। আকৃতিতে ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ডের ব্যাস ২০-৩০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ডালের চারদিকে ১০-১২ ইঞ্চি যৌগিক পত্র জন্মে। পাতা কাস্তের মত বাকানো থাকে এবং…